skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsCanning Murder: যুব তৃণমূল নেতা খুনে অধরা মূল অভিযুক্তরা, থানা ঘেরাও স্থানীয়দের

Canning Murder: যুব তৃণমূল নেতা খুনে অধরা মূল অভিযুক্তরা, থানা ঘেরাও স্থানীয়দের

Follow Us :

ক্যানিং: তৃণমূলের যুব নেতা খুনে মঙ্গলবার সন্ধে পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস৷ কিন্তু, মৃতের পরিবারের করা এফআইআর অনুযায়ী মূল অভিযুক্তরা এখনও অধরা। তাঁদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে পরিবার৷

যুব তৃণমূল নেতা মহরম শেখের খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আগেই গ্রেফতার করে পুলিস। দু’জনকে জয়নগরের খাকুরদহ থেকে গ্রেফতার করা হয়। অপরজনকে ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়৷ যে গাড়িতে করে এসে তৃণমূল যুব নেতাকে দুষ্কৃতীরা গুলি করেছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এই নিয়ে মহরম শেখ খুনের ঘটনায় ৬ জন গ্রেফতার হল।  অন্য দিকে, ধৃতদের গ্রেফতারির খবরে স্থানীয়রা তাদের বাড়ি ভাঙচুর চালায়৷মৃতের ভাই মহ্ম্মদ শেখ বলেন, ‘ সিসিটিভি ফুটেছে যাকে গুলি করতে দেখা গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়নি৷ তাঁদের ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক৷’

কিন্তু, মূল অভিযুক্তদের ধরতে না পারায় মঙ্গলবার স্থানীয়রা থানা ঘেরাও করে৷ কেন বিলম্ন হচ্ছে সে প্রশ্নও তোলা হয়৷ পুলিস সূত্রের দাবি, প্রকৃত দোষীরা ফেরার৷ তাদের গ্রেফতার করতে তল্লাশি অভিযান চলছে৷   

আরও পড়ুন – পয়েন্ট ব্ল্যান্ক রেঞ্জ থেকে গুলি, মৃত তৃণমূল নেতা ওইজুল হক খান

শনিবার, ২০ নভেম্বর সন্ধেয় ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃণমূল সভাপতি মহরম শেখ নিজের বাড়ির সামনে বসেছিলেন। একটি অটো হঠাৎই তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায়। একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে পরপর গুলি চালায়। বুকের ডানদিকে গুলি লাগে তাঁর।রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে এসএসকএমে ভর্তি করা হলে, রবিবার ভোররাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনাতেই এ পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে।  

 

RELATED ARTICLES

Most Popular